১৯৮৫ সন হইতে খাগড়াছড়ি বন বিভাগের কার্যক্রম শুরু করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলার ৫ টি উপজেলা নিয়ে যথা: পানছড়ি, খাগড়াছড়ি সদর, মাটিরাঙ্গা, রামগড় ও মানিকছড়ি উপজেলা খাগড়াছড়ি বন বিভাগের অধিক্ষেত্র। খাগড়াছড়ি বন বিভাগের অধীন পানছড়ি রেঞ্জ, সদর রেঞ্জ, খাগড়াছড়ি রেঞ্জ, মাটিরাঙ্গা রেঞ্জ, জালিয়াপাড়া রেঞ্জ, রামগড় রেঞ্জ ও মানিকছড়ি রেঞ্জ, এস,এফ,এন,টি,সি, সদর এবং রামগড় বিট কাম চেক স্টেশন ও গাড়ীটানা বিট কাম চেক স্টেশন ও গাড়ীটানা বিট কাম চেক স্টেশন রহিয়াছে। খাগড়াছড়ি বন বিভাগের সদর দপ্তর খাগড়াছড়ি শহরে খেজুর বাগান এলাকায় খাগড়াছড়ি –পানছড়ি সড়কের পূর্ব প্বার্শে বনশ্রীতে অবস্থিত। খাগড়াছড়ি বন বিভাগগের দপ্তর প্রধান হিসাবে বিভাগীয় বন কর্মকর্তা দায়িত্ব পালন করেন। রেঞ্জ পর্যায়ে রেঞ্জ কর্মকর্তাগণ এবং স্টেশন পর্যায়ে স্টেশন কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন।
খাগড়াছড়ি বন বিভাগের হস্তান্তরিত অশ্রেণীভূক্ত বন ভূমির পরিমান ৮৩৫৮.৭৬ একর। তন্মধ্যে ৬২০০.০০ একর সংরক্ষিত বনভূমি। পানছড়ি উপজেলায় সংরক্ষিত বন ভূমির পরিমাণ ২৪১৫.০০ একর এবং মাটিরাঙ্গা উপজেলায় সংরক্ষিত বনভূমির পরিমাণ ৩৭৮৫.০০ একর। অত্র বন বিভাগের অধীনে অপর ৩ টি উপজেলায় কোন সংরক্ষিত বনভূমি নাই। খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা, মহালছড়ি ও লক্ষীছড়ি উপজেলার বন বিভাগের কার্যক্রম রাঙ্গামাটি উত্তর বন বিভাগ, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ, রাঙ্গামাটি ও ইউ,এস,এফ বন বিভাগ, রাঙ্গামাটি এর প্রশাসনিক আওতাধীন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস